আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
৫১- কুরআনের তাফসীর অধ্যায়
৪৩৪৫। আলি ইবনে আব্দুল্লাহ (রাহঃ) ......... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত, যখন আল্লাহ তাআলা কোন সিদ্ধান্ত গ্রহণ করেন...... এ বর্ণনায় -كَاهِن (জ্যোতির্বিদ কথাটি) অতিরিক্ত।..... আবু হুরায়রা (রাযিঃ) বলেছেন, যখন আল্লাহ তাআলা কোন ব্যপারে সিদ্ধান্ত গ্রহণ করেন। এ বর্ণনায় عَلَى فَمِ السَّاحِرِ (জাদুকরের মুখের উপর) উল্লেখ করেছেন। আলি ইবনে আব্দুল্লাহ বলেন, আমি সুফিয়ান কে জিজ্ঞাসা করলাম, আপনি কি আমর থেকে শুনেছেন যে, তিনি বলেছেন, আমি ইকরিমা থেকে শুনেছি এবং (ইকরিমা) বলেন, আমি আবু হুরায়রা (রাযিঃ) থেকে শুনেছি। সুফিয়ান বলেন, হ্যাঁ। আলি বলেন, আমি সুফিয়ান কে জিজ্ঞাসা করলাম, এক ব্যক্তি আপনার থেকে এভাবে বর্ণনা করেছেন, আমর ইকরিমা থেকে, তিনি আবু হুরায়রা (রাযিঃ) থেকে, তিনি বলেছেন, রাসূলুল্লাহ (ﷺ) فُزِّعَ পাঠ করেছেন। সুফিয়ান বললেন, আমি আমর কে এভাবে পড়তে শুনেছি। তবে আমি জানিনা, তিনি এভাবেই শুনেছেন কিনা তবে এ-ই আমাদের পাঠ।

তাহকীক:
তাহকীক নিষ্প্রয়োজন