আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
৫১- কুরআনের তাফসীর অধ্যায়
হাদীস নং:
আন্তর্জাতিক নং: ৪৬৫৭
২৩৯৪. আল্লাহ তাআলার বাণীঃ তবে মুশরীকদের মধ্যে যাদের সাথে তোমরা চুক্তিতে আবদ্ধ রয়েছ (৯ঃ৪)
৪৩০১। ইসহাক (রাহঃ) ......... আবু হুরায়রা (রাযিঃ) বর্ণনা করেছেন যে, তিনি বলেন, বিদায় হজ্জের পূর্বের বছর রাসুল (ﷺ) আবু বকর (রাযিঃ) কে যে হজ্জের আমীর বানিয়ে পাঠিয়েছিলেন, সেই হজ্জে তিনি যেন লোকদের মধ্যে ঘোষণা দেন, এ বছরের পর কোন মুশরিক হজ্জ করতে আসতে পারবে না এবং উলঙ্গ অবস্থায় কেউ আল্লাহর ঘর তাওয়াফ করতে পারবে না।
হুমায়দ ইবনে আব্দুর রহমান বলেন [আবু হুরায়রা (রাযিঃ)] হাদীস দ্বারা প্রমাণিত হয় যে, হজ্জে আকবেরর দিন হল কুরবানীর দিন।
হুমায়দ ইবনে আব্দুর রহমান বলেন [আবু হুরায়রা (রাযিঃ)] হাদীস দ্বারা প্রমাণিত হয় যে, হজ্জে আকবেরর দিন হল কুরবানীর দিন।
