আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
৫১- কুরআনের তাফসীর অধ্যায়
হাদীস নং:
আন্তর্জাতিক নং: ৪৬৩৩
২৩৭৩. আল্লাহর বাণীঃ ইয়াহুদীদের জন্যে নখযুক্ত সমস্ত পশু নিষিদ্ধ করেছিলাম এবং গরু ও ছাগলের চর্বিও তাদের জন্যে নিষিদ্ধ করেছিলাম। তবে এগুলোর পৃষ্ঠের অথবা অস্ত্রের কিংবা অস্থিসংলগ্ন চর্বি ব্যতীত, তাদের অবাধ্যতার দরুন তাদেরকে এই প্রতিফল দিয়েছিলাম, আমি তো সত্যবাদী (৬ঃ ১৪৬)
ইবনে আব্বাস (রাযিঃ) বলেছেন, كُلَّ ذِيْ ظُفُرٍ উট, উটপাখি, الْحَوَايَا অন্ত্রসমূহ। অন্যজন বলেছেন هَادُوْا ইয়াহুদী হয়ে গেছে, তবে আল্লাহর বাণী هُدْنَا মানে تُبْنَا অর্থাৎ আমরা তাওবাহ করেছি, هَائِدٌ تَائِبٌ তাওবাকারী।
ইবনে আব্বাস (রাযিঃ) বলেছেন, كُلَّ ذِيْ ظُفُرٍ উট, উটপাখি, الْحَوَايَا অন্ত্রসমূহ। অন্যজন বলেছেন هَادُوْا ইয়াহুদী হয়ে গেছে, তবে আল্লাহর বাণী هُدْنَا মানে تُبْنَا অর্থাৎ আমরা তাওবাহ করেছি, هَائِدٌ تَائِبٌ তাওবাকারী।
৪২৭৮। আমর ইবনে খালিদ (রাহঃ) ......... জাবির ইবনে আব্দুল্লাহ (রাযিঃ) বলেছেন যে, আমি নবী (ﷺ) কে বলতে শুনেছি যে, আল্লাহ তাআলা ইয়াহুদীদেরকে লানত করেছেন, যখন তিনি তাদের উপর চর্বি হারাম করেছেন তখন তারা ওটাকে তরল করে জমা করেছে, তারপর বিক্রি করে তার মূল্য ভোগ করেছে।
আবু আসিম (রাহঃ) ......... হাদীস বর্ণনা করেছেন জাবির (রাযিঃ) নবী (ﷺ) থেকে।
আবু আসিম (রাহঃ) ......... হাদীস বর্ণনা করেছেন জাবির (রাযিঃ) নবী (ﷺ) থেকে।
