আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
৫১- কুরআনের তাফসীর অধ্যায়
হাদীস নং: ৪২৪৯
আন্তর্জতিক নং: ৪৬০৪
পরিচ্ছেদঃ ২৩৫২. আল্লাহর বাণীঃ তোমার নিকট ওহী প্রেরণ করেছি যেমন ইউনুস, হারুন এবং সুলাইমান (আলাইহিস সালাম) এর নিকট ওহী প্রেরণ করেছিলাম। (নিসা ৪ঃ ১৬৩)
৪২৪৯। মুহাম্মাদ ইবনে সিনান (রাহঃ) ......... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত, নবী (ﷺ) বলেছেন যে, যে ব্যক্তি বলে ″আমি ইউনুছ ইবনে মাত্তা থেকে উত্তম″ সে মিথ্যা বলে।

তাহকীক:
তাহকীক নিষ্প্রয়োজন