আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
৫১- কুরআনের তাফসীর অধ্যায়
৪২৪৭। উমর ইবনে হাফস (রাহঃ) ......... আসওয়াদ (রাহঃ) বলেছেন, আমরা আব্দুল্লাহ ইবনে মাসউদ (রাযিঃ) এর মজলিসে ছিলাম, সেখানে হুযাইফা (রাযিঃ) আসলেন এবং আমাদের সম্মুখে দণ্ডায়মান হয়ে সালাম দিলেন। এরপর বললেন, তোমাদের চেয়ে উত্তম গোত্রের উপরও মুনাফিকী এসেছিল পরীক্ষাসরূপ। আসওয়াদ বললেন, সুবহানাল্লাহ! অথচ আল্লাহ তাআলা বলেন, ‘‘মুনাফিকগণ জাহান্নামের নিম্নতম স্তরে থাকবে’’ হুযাইফা (রাযিঃ) এর সত্য প্রকাশে আব্দুল্লাহ ইবনে মাসউদ (রাযিঃ) হেসে উঠলেন। হুযাইফা (রাযিঃ) মসজিদের এক কোনে গিয়ে বসলেন, আব্দুল্লাহ (রাযিঃ) উঠে গেলে তাঁর শাগরিদরাও চলে গেলেন। এরপর হুযাইফা (রাযিঃ) আমার দিকে একটি পাথর টুকরো নিক্ষেপ করে আমাকে ডাকলেন। আমি তার নিকট গেলে তিনি বললেন, তাঁর নিছক হাসিতে আমি আশ্চর্য হলাম অথচ আমি যা বলেছি তা তিনি বুঝেছেন। এমন এক গোত্র যারা তোমাদের চেয়ে উত্তম তাদের উপর মুনাফিকী অবতরণ করা হয়েছিল। তারপর তারা তওবা করেছে এবং আল্লাহ তাআলা তাদের তওবা কবুল করেছেন।

তাহকীক:
তাহকীক নিষ্প্রয়োজন