আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
৫১- কুরআনের তাফসীর অধ্যায়
হাদীস নং: ৪২৪৪
আন্তর্জতিক নং: ৪৫৯৯
পরিচ্ছেদঃ ২৩৪৮. আল্লাহর বাণীঃ যদি তোমরা বৃষ্টির জন্যে কষ্ট পাও অথবা পীড়িত থাক; তবে তোমরা অস্ত্র রেখে দিলে তোমাদের কোন দোষ নেই (৪ঃ ১০২)
৪২৪৪। আবুল হাসান ইবনে মুহাম্মাদ মুকাতিল (রাহঃ) ......... ইবনে আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত,إِنْ كَانَ بِكُمْ أَذًى مِنْ مَطَرٍ أَوْ كُنْتُمْ مَرْضَى তিনি বলেছেন যে আব্দুর রহমান ইবনে আউফ (রাযিঃ) আহত ছিলেন।

তাহকীক:
তাহকীক নিষ্প্রয়োজন