আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

৫১- কুরআনের তাফসীর অধ্যায়

হাদীস নং:
আন্তর্জাতিক নং: ৪৫৯৮
২৩৪৭. আল্লাহর বাণীঃ আল্লাহ অচিরেই তাদের পাপ মোচন করবেন, আল্লাহ পাপ মোচনকারী, ক্ষমাশীল (৪ঃ ৯৯)
৪২৪৩। আবু নুআইম (রাহঃ) ......... আবু হুরায়রা (রাযিঃ) বলেন যে, নবী (ﷺ) ইশার নামায পড়ছিলেন, তিনি সামি আল্লাহু লিমান হামিদা বললেন, তারপর সিজদা করার পূর্বে বললেন, হে আল্লাহ! আয়্যাশ ইবনে আবু রাবিয়াকে মুক্ত করুন, হে আল্লাহ! সালামা ইবনে হিশামকে মুক্ত করুন, হে আল্লাহ, ওয়ালিদ ইবনে ওয়ালিদকে মুক্ত করুন, হে আল্লাহ! অসহায় মু’মিনদেরকে মুক্ত করুন, হে আল্লাহ, মুযার গোত্রের উপর কঠিন শাস্তি নাযিল করুন, হে আল্লাহ! এটাকে ইউসুফ (আলাইহিস সালাম) এর যুগের দূর্ভিক্ষে রূপান্তরিত করুন।
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন