আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
৫১- কুরআনের তাফসীর অধ্যায়
হাদীস নং:
আন্তর্জাতিক নং: ৪৫২৩
২২৯০. আল্লাহর বাণীঃ প্রকৃতপক্ষে সে কিন্তু ঘোর- বিরোধী। (২ঃ ২০৪) আতা বলেন, النسل অর্থ হল الحيوان জানোয়ার।
৪১৬৯। কাবীসা (রাহঃ) ......... আয়েশা (রাযিঃ) নবী (ﷺ) থেকে বর্ণনা করেন, নবী (ﷺ) বলেন, আল্লাহর নিকট ঘৃণিত মানুষ হচ্ছে অতিরিক্ত ঝগড়াটে ব্যক্তি।
আব্দুল্লাহ বলেন, আমার কাছে সুফিয়ান হাদীস বর্ণনা করেন, সুফিয়ান বলেন আমার কাছে ইবনে যুরায়জ ইবনে আবু মূলায়কা হতে আয়েশা (রাযিঃ) সূত্রে নবী (ﷺ) থেকে এই মর্মে বর্ণনা করেছেন।
আব্দুল্লাহ বলেন, আমার কাছে সুফিয়ান হাদীস বর্ণনা করেন, সুফিয়ান বলেন আমার কাছে ইবনে যুরায়জ ইবনে আবু মূলায়কা হতে আয়েশা (রাযিঃ) সূত্রে নবী (ﷺ) থেকে এই মর্মে বর্ণনা করেছেন।
