আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
৫১- কুরআনের তাফসীর অধ্যায়
হাদীস নং: ৪১৫৪
আন্তর্জতিক নং: ৪৫০৬
পরিচ্ছেদঃ ২২৭৯. মহান আল্লাহর বাণীঃ সুতরাং তোমাদের মধ্যে যারা এ মাস পাবে তারা যেন এ মাসে রোযা পালন করে। (২ঃ ১৮৫)
৪১৫৪। আইয়্যাশ ইবনুল ওয়ালিদ (রাহঃ) ......... ইবনে উমর (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি পাঠ করতেনفِدْيَةٌ طَعَامُ مَسَاكِينَ রাবী বলেন, এ আয়াত (فمن شهد منكم الخ আয়াত দ্বারা) রহিত হয়ে গেছে।

তাহকীক:
তাহকীক নিষ্প্রয়োজন