আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

৫১- কুরআনের তাফসীর অধ্যায়

হাদীস নং: ৪১৫১
আন্তর্জতিক নং: ৪৫০৩

পরিচ্ছেদঃ ২২৭৭. মহান আল্লাহর বাণীঃ হে মু’মিনগণ! তোমাদের জন্যে রোযার বিধান দেয়া হল, যেমন বিধান তোমাদের পূর্ববর্তীগণকে দেয়া হয়েছিল, যাতে তোমরা সাবধান হয়ে চলতে পার (২ঃ ১৮৩)

৪১৫১। মাহমুদ (ইবনে গায়লা) (রাহঃ) ......... আব্দুল্লাহ (ইবনে মাসউদ) (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, তাঁর নিকট আশআস (রাযিঃ) আসেন। এ সময় ইবনে মাসউদ (রাযিঃ) পানাহার করছিলেন। তখন আশআস (রাযিঃ) বললেন, আজকে তো আশূরা। তিনি বললেন, রমযানের রোযার বিধান নাযিল হওয়ার পূর্বে আশূরার রোযা পালন করা হত। যখন রমযানের রোযা নাযিল হল তখন তা পরিত্যাগ করা হয়েছে। এস, তুমিও খাও।


tahqiq

তাহকীক:

তাহকীক নিষ্প্রয়োজন