আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

৫১- কুরআনের তাফসীর অধ্যায়

হাদীস নং: ৪১৩৭
আন্তর্জতিক নং: ৪৪৮৯

পরিচ্ছেদঃ ২২৬৮. মহান আল্লাহর বাণীঃ আকাশের দিকে বার বার আপনার তাকানোকে আমি অবশ্য লক্ষ্য করেছি।.... তারা যা করে সে সম্বন্ধে আল্লাহ অনবহিত নন (২ঃ ১৪৪)

৪১৩৭। আলী ইবনে আব্দুল্লাহ (রাহঃ) ......... আনাস (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, যারা উভয় কিবলার (কা'বা ও বায়তুল মুকাদ্দাস) দিকে ফিরে নামায আদায় করেছেন তাদের মধ্যে আমি ছাড়া আর কেউ জীবিত নেই।


tahqiq

তাহকীক:

তাহকীক নিষ্প্রয়োজন