আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

৫০- নবীজীর সাঃ যুদ্ধাভিযানসমূহ

হাদীস নং:
আন্তর্জাতিক নং: ৪৪৫৮
২২৪৭. নবী কারীম (ﷺ)- এর রোগ ও তাঁর ওফাত।
৪১০৭। আলী (ইবনে আব্দল্লাহ মাদিনী) (রাহঃ) বলেন, আমার কাছে ইয়াহয়া (রাহঃ) এতটুকু অতিরিক্ত বর্ণনা করেছেন .... আয়েশা (রাযিঃ) বলেন, আমরা নবী কারীম (ﷺ)- এর রোগাক্রান্ত অবস্থায় তাঁর মুখে ঔষধ ঢেলে দিলাম। তিনি ইশারায় আমাদেরকে তাঁর মুখে ঔষধ ঢালতে নিষেধ করলেন। আমরা বললাম, এটা ঔষধের প্রতি রোগীর সাধারণ বিরক্তিভাব (তাই নিষেধ মানলাম না)। যখন তিনি সুস্থবোধ করলেন তখন তিনি বললেন, আমি কি তোমাদের ঔষধ সেবন করাতে নিষেধ করিনি? আমরা বললাম, আমরা মনে করেছিলাম এটা ঔষধের প্রতি রোগীর সাধারণ বিরক্তিভাব। তখন তিনি বললেন, আব্বাস ব্যতীত বাড়ীর প্রত্যেকের মুখে ঔষধ ঢাল তা আমি দেখি। কেননা সে তোমাদের মাঝে উপস্থিত নেই। এ হাদীস ইবনে আবুয যিনাদ .... আয়েশা (রাযিঃ) থেকে নবী কারীম (ﷺ)- এর অবস্থা সম্পর্কে বর্ণনা করেন।
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন