আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
৫০- নবীজীর সাঃ যুদ্ধাভিযানসমূহ
হাদীস নং:
আন্তর্জাতিক নং: ৪৪৫৫
২২৪৭. নবী কারীম (ﷺ)- এর রোগ ও তাঁর ওফাত।
৪১০৬। আব্দুল্লাহ ইবনে আবী শাঈবা (রাহঃ) .... আয়েশা (রাযিঃ) ও ইবনে আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত, আবু বকর (রাযিঃ) নবী কারীম (ﷺ)- এর ইন্তিকালের পর তাঁকে চুমু দেন।
