আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
৫০- নবীজীর সাঃ যুদ্ধাভিযানসমূহ
৪০৩৭। সাঈদ ইবনে মুহাম্মাদ জারমী (রাহঃ) .... উবাইদুল্লাহ ইবনে আব্দুল্লাহ ইবনে উতবা (রাহঃ) বলেন, আমাদের কাছে এ খবর পৌঁছে যে, [রাসূলুল্লাহ (ﷺ)- এর যামানায়] মিথ্যাবাদী মুসাইলামা একবার মদীনায় এসে হারিসের কন্যার ঘরে অবস্থান করেছিল। হারিস ইবনে কুরায়যের কন্যা তথা আব্দুল্লাহ ইবনে আমিরের মা ছিল তার (মুসাইলামার) স্ত্রী। রাসূলুল্লাহ (ﷺ)- তার কাছে আসলেন। তখন তাঁর সঙ্গে ছিলেন সাবিত ইবনে কায়স ইবনে শাম্মাস (রাযিঃ), তাঁকে রাসূলুল্লাহ
(ﷺ)- এর খতীব বলা হতো।
তখন রাসূলুল্লাহ (ﷺ)- এর হাতে ছিল একটি খেজুরের ডাল। তিনি তার কাছে গিয়ে তার সাথে কথাবার্তা রাখলেন। মুসাইলামা তাঁকে [রাসূলুল্লাহ (ﷺ)- কে] বলল, আপনি ইচ্ছা করলে আমার এবং আপনার মাঝে কর্তৃত্বের বাধা এভাবে তুলে দিতে পারেন যে, আপনার পরে তা আমার জন্য নির্দিষ্ট করে দেন। নবী কারীম (ﷺ) তাকে বললেন, তুমি যদি এ ডালটিও আমার কাছে চাও, তাও আমি তোমাকে দেব না। আমি তোমাকে ঠিক তেমনই দেখতে পাচ্ছি, যেমনটি আমাকে (স্বপ্নযোগে) দেখানো হয়েছে। এই সাবিত ইবনে কায়স এখানে রইল, সে আমার পক্ষ থেকে তোমার জবাব দেবে।
এ কথা বলে রাসূলুল্লাহ (ﷺ) (সেখান থেকে) চলে গেলেন। উবাইদুল্লাহ্ ইবনে আব্দুল্লাহ (রাহঃ) বলেন, আমি আব্দুল্লাহ ইবনে আব্বাস (রাযিঃ)- কে রাসূলুল্লাহ (ﷺ)- এর উল্লেখিত স্বপ্ন সম্পর্কে জিজ্ঞাসা করলাম। তখন ইবনে আব্বাস (রাযিঃ) বললেন, [আবু হুরায়রা (রাযিঃ) কর্তৃক] আমাকে বলা হয়েছে যে, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, আমি ঘুমাচ্ছিলাম। এমতাবস্থায় আমাকে দেখানো হল যে, আমার দু’হাতে দু’টি সোনার খাড়ু রাখা হয়েছে। এতে আমি ঘাবড়ে গেলাম এবং তা অপছন্দ করলাম। তখন আমাকে (ফুঁ দিতে) বলা হল। আমি এ দু’টির উপর ফুঁ দিলে সে দুটি উড়ে গেল। আমি এ দু’টির ব্যাখ্যা করলাম যে, দু’জন মিথ্যাবাদী (নবী দাবিদার) আবির্ভূত হবে। উবাইদুল্লাহ্ (রাহঃ) বলেন, এ দু’জনের একজন হল আসওয়াদ আল আনসী, যাকে ফায়রুয দাইলামী নামক এক ব্যক্তি ইয়ামান এলাকায় হত্যা করেছে, আর অপর জন হল মুসাইলামা।

তাহকীক:
তাহকীক নিষ্প্রয়োজন