আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

৫০- নবীজীর সাঃ যুদ্ধাভিযানসমূহ

হাদীস নং: ৩৯৬৭
আন্তর্জতিক নং: ৪২৯৭

পরিচ্ছেদঃ ২২১৬. মক্কা বিজয়ের সময়ে নবী কারীম (ﷺ)- এর মক্কা নগরীতে অবস্থান

৩৯৬৭। আবু নুআয়ম ও কাবীসা (রাহঃ) .... আনাস (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা নবী কারীম (ﷺ)- এর সঙ্গে (মক্কায়) দশ দিন অবস্থান করেছিলাম। এ সময়ে আমরা নামাযের কসর করতাম।


tahqiq

তাহকীক:

তাহকীক নিষ্প্রয়োজন