আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

৫০- নবীজীর সাঃ যুদ্ধাভিযানসমূহ

হাদীস নং: ৩৯৬১
আন্তর্জতিক নং: ৪২৯১

পরিচ্ছেদঃ ২২১৩. মক্কা নগরীর উচু এলাকার দিক দিয়ে নবী কারীম (ﷺ)- এর প্রবেশের বর্ণনা।

৩৯৬১। উবাইদ ইবনে ইসমাঈল (রাহঃ) .... হিশামের পিতা থেকে বর্ণিত যে, মক্কা বিজয়ের বছর নবী কারীম (ﷺ) মক্কার উঁচু এলাকা অর্থাৎ ‘কাদা’ নামক স্থান দিয়ে প্রবেশ করেছিলন।


tahqiq

তাহকীক:

তাহকীক নিষ্প্রয়োজন