আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

৪৯- নবীজী সাঃ ও সাহাবা রাঃ ; মর্যাদা ও বিবিধ ফাযায়েল

হাদীস নং: ৩৬৪৯
আন্তর্জতিক নং: ৩৯৩৩

পরিচ্ছেদঃ ২১৫৬. হজ্জ আদায়ের পর মুহাজিরগণের মক্কায় অবস্থান

৩৬৪৯। ইবরাহীম ইবনে হামযা (রাহঃ) .... উমর ইবনে আব্দুল আযীয (রাহঃ) থেকে বর্ণিত, তিনি সাইব ইবনে উখতে নামর (রাযিঃ)- কে জিজ্ঞাসা করলেন, আপনি (মুহাজিরদের হজ্জ সম্পাদনান্তে) মক্কায় অবস্থান সম্পর্কে কি শুনেছেন? তিনি বললেন, আমি আলা ইবনুল হাযরামী (রাযিঃ)-এর নিকট শুনেছি, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, মুহাজিরদের জন্য তাওয়াফে সদর আদায় করার পর তিন দিন মক্কায় অবস্থান করার অনুমতি রয়েছে।


tahqiq

তাহকীক:

তাহকীক নিষ্প্রয়োজন