আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
৪৯- নবীজী সাঃ ও সাহাবা রাঃ ; মর্যাদা ও বিবিধ ফাযায়েল
হাদীস নং:
আন্তর্জাতিক নং: ৩৮৮০
২১৪৭. বাদশাহ নাজাশীর মৃত্যু
৩৬০১। যুহাইর ইবনে হারব (রাহঃ) .... আব্দুর রহমান ও ইবনুল মুসাইয়্যাব (রাহঃ) বলেন, আবু হুরায়রা (রাযিঃ) তাদেরকে বলেছেন, রাসূলুল্লাহ (ﷺ) সাহাবাদেরকে হাবাশা (ইথিওপিয়া)- এর বাদশাহ নাজাশীর মৃত্যু সংবাদ সেদিন শুনালেন, যেদিন তিনি মারা গিয়েছিলেন এবং বলেছিলেন, তোমরা তোমাদের (দ্বীনী) ভাই এর জন্য মাগফিরাত কামনা কর। আবু হুরায়রা (রাযিঃ) থেকে এরূপও বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ (ﷺ) সাহাবায়ে কেরামকে নিয়ে ঈদগাহে সারিবদ্ধভাবে দাঁড়ালেন এবং নাজাশীর উপর জানাযার নামায আদায় করলেন এবং তিনি চারবার তাকবীরও উচ্চারণ করলেন।
