আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
৭- নামাযের অধ্যায়
হাদীস নং: ৩৫৮
আন্তর্জতিক নং: ৩৬৫
পরিচ্ছেদঃ ২৫০। জামা, পায়জামা, জাঙ্গিয়া ও কাবা পরে নামায আদায় করা।
৩৫৮। সুলাইমান ইবনে হারব (রাহঃ) .... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেনঃ এক ব্যক্তি রাসূলুল্লাহ (ﷺ) এর কাছে দাঁড়িয়ে এক কাপড়ে নামায আদায়ের হুকুম জিজ্ঞাসা করল। তিনি বললেনঃ তোমাদের প্রত্যেকের কাছে কি দু’খানা করে কাপড় আছে? এরপর এক ব্যক্তি উমর (রাযিঃ)-কে জিজ্ঞাসা করল। তিনি বললেনঃ আল্লাহ যখন তোমাদের সামর্থ্য দিয়েছেন তখন তোমরাও নিজেদের সামর্থ্য প্রকাশ কর। লোকেরা যেন পুরো পোশাক একত্রে পরিধান করে অর্থাৎ মানুষ তহবন্দ ও চাঁদর, তহবন্দ ও জামা, তহবন্দ ও কাবা*, পায়জামা ও চাঁদর, পায়জামা ও জামা, পায়জামা ও কাবা, জাঙ্গিয়া ও কাবা, জাঙ্গিয়া ও জামা পরে নামায আদায় করে। আবু হুরায়রা (রাযিঃ) বলেন যে, আমার মনে হয় উমর (রাযিঃ) জাঙ্গিয়া ও চাঁদরের কথাও বলেছিলেন।
* কাবা : সাধারণত জামার উপরিভাগে যে ঢিলাঢালা জোব্বা আচকান পরা হয় ।

তাহকীক:
তাহকীক নিষ্প্রয়োজন