আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

৪৯- নবীজী সাঃ ও সাহাবা রাঃ ; মর্যাদা ও বিবিধ ফাযায়েল

হাদীস নং: ৩৫৩১
আন্তর্জতিক নং: ৩৮০৩

পরিচ্ছেদঃ ২১২২. সা‘দ ইবনে মু‘আয (রাযিঃ)- এর মর্যাদা

৩৫৩১। মুহাম্মাদ ইবনে মুসান্না (রাহঃ) .... জাবির (রাযিঃ) বলেন, আমি নবী কারীম (ﷺ)- কে বলতে শুনেছি যে, সা‘দ ইবনে মু‘আয (রাযিঃ)- এর মৃত্যুতে আল্লাহ্ তাআলার আরশ কেঁপে উঠে ছিল।
আমাশ (রাহঃ) .... নবী কারীম (ﷺ) থেকে অনুরূপ বর্ণিত হয়েছে, এক ব্যক্তি জাবির (রাযিঃ)- কে বলল, বারা ইবনে আযিব (রাযিঃ) তো বলেন, জানাযার খাট নড়েছিল। তদুত্তরে জাবির (রাযিঃ) বললেন, সা‘দ ও বারা (রাযিঃ)- এর গোত্রদ্বয়ের মধ্যে কিছুটা বিরোধ ছিল, (কিন্তু এটা ঠিক নয়) কেননা আমি নবী কারীম (ﷺ)- কে عَرْشُ الرَّحْمَنِ অর্থাৎ আল্লাহর আরশ সা‘দ ইবনে মু‘আযের (মৃত্যুতে) কেঁপে উঠল বলতে শুনেছি।


tahqiq

তাহকীক:

তাহকীক নিষ্প্রয়োজন