আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
৭- নামাযের অধ্যায়
হাদীস নং:
আন্তর্জাতিক নং: ৩৫৪
২৪৫। এক কাপড় গায়ে জড়িয়ে নামায আদায় করা ।
যুহরী (রাহঃ) তাঁর হাদীসে বর্ণনা করেছেন যে, ملٔتحف এর অর্থ متوشح -অর্থাৎ যে চাদরের উভয় অংশ বিপরীত কাঁধে রাখে। এভাবে কাঁধের উপর চাদর রাখাকে ইশতিমাল বলে। উম্মে হানী (রাযিঃ) বলেন যে, নবী (ﷺ) এক চাদর গায়ে দিলেন এবং তিনি চাদরের উভয় প্রান্ত বিপরীত কাঁধে রাখলেন।
যুহরী (রাহঃ) তাঁর হাদীসে বর্ণনা করেছেন যে, ملٔتحف এর অর্থ متوشح -অর্থাৎ যে চাদরের উভয় অংশ বিপরীত কাঁধে রাখে। এভাবে কাঁধের উপর চাদর রাখাকে ইশতিমাল বলে। উম্মে হানী (রাযিঃ) বলেন যে, নবী (ﷺ) এক চাদর গায়ে দিলেন এবং তিনি চাদরের উভয় প্রান্ত বিপরীত কাঁধে রাখলেন।
৩৪৭। উবাইদুল্লাহ ইবনে মুসা (রাহঃ) .... উমর ইবনে আবু সালামা (রাযিঃ) থেকে বর্ণিত যে, নবী (ﷺ) এক কাপড় পরে নামায আদায় করলেন, আর তাঁর উভয় প্রান্ত বিপরীত দিকে রাখলেন।
