আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
৪৯- নবীজী সাঃ ও সাহাবা রাঃ ; মর্যাদা ও বিবিধ ফাযায়েল
হাদীস নং: ৩৪৭৮
আন্তর্জতিক নং: ৩৭৫০
পরিচ্ছেদঃ ২১০২. হাসান ও হুসাইন (রাযিঃ)- এর মর্যাদা। নাফি ইবনে জুবাইর (রাহঃ) আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, নবী কারীম (ﷺ) হাসান (রাযিঃ)- এর সাথে আলিঙ্গণ করেছেন
৩৪৭৮। আবদান (রাহঃ) .... উকবা ইবনে হারিস (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আবু বকর (রাযিঃ)- কে দেখলাম, তিনি হাসান (রাযিঃ)- কে কোলে তুলে নিলেন এবং বলতে লাগলেন, এ-ত নবী কারীম (ﷺ)- এর সদৃশ, আলীর সদৃশ নয়। তখন আলী (রাযিঃ) (নিকটেই দাঁড়িয়ে) হাঁসছিলেন।

তাহকীক:
তাহকীক নিষ্প্রয়োজন