আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
৪৯- নবীজী সাঃ ও সাহাবা রাঃ ; মর্যাদা ও বিবিধ ফাযায়েল
হাদীস নং:
আন্তর্জাতিক নং: ৩৭৪৬
২১০১.মুস‘আব ইবনে উমাইয়ের (রাযিঃ)- এর বর্ণনা
পরিচ্ছেদ:২১০২. হাসান ও হুসাইন (রাযিঃ)- এর মর্যাদা। নাফি ইবনে জুবাইর (রাহঃ) আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, নবী কারীম (ﷺ) হাসান (রাযিঃ)- এর সাথে আলিঙ্গণ করেছেন
পরিচ্ছেদ:২১০২. হাসান ও হুসাইন (রাযিঃ)- এর মর্যাদা। নাফি ইবনে জুবাইর (রাহঃ) আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, নবী কারীম (ﷺ) হাসান (রাযিঃ)- এর সাথে আলিঙ্গণ করেছেন
৩৪৭৪। সাদ্কা (ইবনে ফযল) (রাহঃ) .... আবু বাকরা (রাযিঃ) থেকে বর্ণিত, আমি নবী কারীম (ﷺ)- কে মিম্বারের উপর বলতে শুনেছি, ঐ সময় হাসান (রাযিঃ) তাঁর পাশে ছিলেন। তিনি একবার উপস্থিত লোকদের দিকে আবার হাসান (রাযিঃ)-এর দিকে তাকালেন এবং বললেন, আমার এ সন্তান (পৌত্র) সায়্যেদ (নেতা) আল্লাহ তাআলা তার মাধ্যমে বিবাদমান দু’দল মুসলমানের মধ্যে আপোষ মীমাংসা করিয়ে দিবেন।


বর্ণনাকারী: