আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
৪৯- নবীজী সাঃ ও সাহাবা রাঃ ; মর্যাদা ও বিবিধ ফাযায়েল
হাদীস নং: ৩২৯৪
আন্তর্জতিক নং: ৩৫৪৬
পরিচ্ছেদঃ ২০৭৩. নবী কারীম (ﷺ) সম্পর্কে বর্ণনা
৩২৯৪। ইসাম ইবনে খালিদ (রাহঃ) .... হারীয ইবনে উসমান (রাহঃ) থেকে বর্ণিত, তিনি নবী কারীম (ﷺ)- এর সাহাবী আব্দুল্লাহ ইবনে বুসরকে জিজ্ঞাসা করলেন, আপনি কি নবী কারীম (ﷺ)- কে দেখেছেন যে, তিনি বৃদ্ধ ছিলেন? তিনি বললেন, নবী কারীম (ﷺ)- এর নিম্ন দাঁড়িতে সামান্য সাদা চুল ছিল।

তাহকীক:
তাহকীক নিষ্প্রয়োজন