আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

৫- হায়েয-ইস্তিহাযার অধ্যায়

হাদীস নং:
আন্তর্জাতিক নং: ৩২৬
২২৭। হায়যের দিনগুলো ছাড়া হলুদ এবং মেটে রং দেখা।
৩২০। কুতাইবা ইবনে সাঈদ (রাহঃ) ......... উম্মে আতিয়্যা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেনঃ আমরা মেটে ও হলুদ রং হায়যের মধ্যে গণ্য করতাম না।
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন