আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
৪৮- নবীগণের আঃ আলোচনা
হাদীস নং: ৩১৯০
আন্তর্জতিক নং: ৩৪৩১
পরিচ্ছেদঃ ২০৪১. মহান আল্লাহর বাণীঃ আর স্মরণ কর, কিতাবে মারিয়ামের ঘটনা। যখন তিনি আপন পরিজন থেকে পৃথক হলেন .... (সূরা মারইয়ামঃ ১৬) মহান আল্লাহর বাণীঃ আর স্মরণ করুন! যখন ফিরিশতাগণ মারিয়ামকে বললেন, হে মারিয়াম! আল্লাহ তোমাকে তার পক্ষ থেকে দেওয়া কালিমার দ্বারা সন্তানের সুখবর দিচ্ছেন। (সূরা আলে ইমরান ৩ঃ ৪৫) মহান আল্লাহর বাণীঃ আল্লাহ আদম (আলাইহিস সালাম), নূহ (আলাইহিস সালাম) ও ইবরাহীম (আলাইহিস সালাম)- এর বংশধর এবং ইমরানের বংশধরদের বিশ্বজগতে মনোনীত করেছেন .... বে-হিসাব দিয়ে থাকেন। (৩ঃ ৩৩-৩৭) ইবনে আব্বাস (রাযিঃ) বলেছেন, আলে ইমরান অর্থাৎ মু‘মিনগণ। যেমন, আলে ইবরাহীম, আলে ইয়াসিন, এবং আলে মুহাম্মাদ (ﷺ)। আল্লাহ তাআলা বলেন, সমগ্র মানুষের মধ্যে ইবরাহীমের সবচেয়ে ঘনিষ্ঠ হলো তারা, যারা তার অনুসরণ করে। আর তারা হলেন মুমিনগণ। آلَ এর মুল أَهْلُ আর أَهْلُ কে ক্ষুদ্রকরণ করা হলে তা أُهَيْلٌ এ পরিনত হয়।
৩১৯০। আবুল ইয়ামান (রাহঃ) .... আবু হুরায়রা (রাযিঃ) বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ)- কে বলতে শুনেছি, এমন কোন আদম সন্তান নেই, যাকে জন্মের সময় শয়তান স্পর্শ করে না। জন্মের সময় শয়তানের স্পর্শের কারণেই সে চিৎকার করে কাঁধে। তবে মারইয়াম এবং তাঁর ছেলে (ঈসা) (আলাইহিস সালাম)- এর ব্যতিক্রম। তারপর আবু হুরায়রা (রাযিঃ) বলেন, (এর কারণ হল মারইয়াম মায়ের এ দুআ) “হে আল্লাহ! নিশ্চয় আমি আপনার নিকট তাঁর এবং তাঁর বংশধরদের জন্য বিতাড়িত শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করছি।”

তাহকীক:
তাহকীক নিষ্প্রয়োজন