আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
৪৮- নবীগণের আঃ আলোচনা
হাদীস নং: ৩১৬০
আন্তর্জতিক নং: ৩৩৯৯
পরিচ্ছেদঃ ২০২৩. মহান আল্লাহর বাণীঃ আর আমি ওয়াদা করেছিলাম মুসার সাথে ত্রিশ রাতের .... আর আমিই মু‘মিনদের মধ্যে সর্বপ্রথম। (৭ঃ ১৪২-৪৩)
৩১৬০। আব্দুল্লাহ ইবনে মুহাম্মাদ জু‘ফী (রাহঃ) .... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যদি বনী ইসরাঈল না হত, তবে গোশত পচন ধরত না। আর যদি (মা) হাওয়া (আলাইহিস সালাম) না হতেন, তাহলে কোন সময় কোন নারী তাঁর স্বামীর খেয়ানত করত না।

তাহকীক:
তাহকীক নিষ্প্রয়োজন