আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
৪৮- নবীগণের আঃ আলোচনা
হাদীস নং: ৩১২১
আন্তর্জতিক নং: ৩৩৫৯
পরিচ্ছেদঃ ২০০৮. মহান আল্লাহর বাণীঃ আর আল্লাহ ইবরাহীম (আলাইহিস সালাম)- কে বন্ধুরূপে গ্রহণ করেছেন। (সূরা নিসা ৪: ১২৫)
৩১২১। উবাইদুল্লাহ ইবনে মুসা অথবা ইবনে সালাম (রাহঃ) .... উম্মে শারীক (রাযিঃ) থেকে বর্ণিত রাসূলুল্লাহ (ﷺ) গিরগিট বা কাকলাশ মেরে ফেলার নির্দেশ দিয়েছেন এবং তিনি বলেছেন, ইবরাহীম (আলাইহিস সালাম) যে অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত হয়েছিলেন তাতে এ গিরগিট ফুঁ দিয়েছিল।

তাহকীক:
তাহকীক নিষ্প্রয়োজন