আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

৪৭- সৃষ্টি জগতের সূচনা

হাদীস নং: ৩০৮৩
আন্তর্জতিক নং: ৩৩১৭

পরিচ্ছেদঃ ১৯৯৮. পাঁচ শ্রেনীর অনিষ্টকারী প্রাণীকে হারাম শরীফেও হত্যা করা যাবে।

৩০৮৩। আবদা ইবনে আব্দুল্লাহ (রাহঃ) .... আব্দুল্লাহ ইবনে মাসউদ (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা রাসূলুল্লাহ (ﷺ)- এর সঙ্গে এক গুহায় ছিলাম। তখন وَالْمُرْسَلاَتِ عُرْفًا সূরাটি অবতীর্ণ হয়। আমরা রাসূলুল্লাহ (ﷺ)- এর মুখ থেকে সূরাটি লিখে নিচ্ছিলাম। এমনি সময় একটি সাপ বেরিয়ে আসল তার গর্ত থেকে। আমরা তাকে মারার জন্য দৌড়ে যাই। কিন্তু সে আমাদের আগেই ভেগে গিয়ে গর্তে ঢুকে পড়ে। তখন রাসূলুল্লাহ (ﷺ) বললেন, সে তোমাদের অনিষ্ট থেকে যেমন রক্ষা পেয়েছে, তোমরাও তেমন তার অনিষ্ট থেকে রক্ষা পেয়েছো।
ইসরাঈল (রাহঃ) আমাশ, ইবরাহীম, আলকামা (রাহঃ)-ও আব্দুল্লাহ (রাযিঃ) থেকে অনুরূপ বর্ণনা করেছেন। রাবী আব্দুল্লাহ (রাযিঃ) বলেছেন, আমরা সূরাটি তাঁর মুখ থেকে বের হবার সাথে সাথে শিখে নিচ্ছিলাম। আবু আওয়ানা মুগীরা (রাযিঃ) থেকে অনুরূপই বর্ণনা করেছেন। আর হাফস, আবু মুআবিয়া ও সুলাইমান ইবনে কারম, আ‘মাশ, ইবরাহীম, আসওয়াদ (রাহঃ)-ও আব্দুল্লাহ (রাযিঃ) থেকে অনুরূপই বর্ণনা করেছেন।


tahqiq

তাহকীক:

তাহকীক নিষ্প্রয়োজন

সহীহ বুখারী - হাদীস নং ৩০৮৩ | মুসলিম বাংলা