আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
৪৬- জিহাদের বিধানাবলী অধ্যায়
হাদীস নং: ২৯৩৮
আন্তর্জতিক নং: ৩১৬১
পরিচ্ছেদঃ ১৯৬২. ইমাম (মুসলিম রাষ্ট্র প্রধান) যদি কোন জনপদের প্রশাসকের সাথে সন্ধি করে, তবে কি তা অবশিষ্ট লোকদের বেলায়ও প্রযোজ্য হবে?
২৯৩৮। সাহল ইবনে বাক্কার (রাহঃ) .... আবু হুমাইদ সাঈদী (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা রাসূলুল্লাহ (ﷺ)- এর সঙ্গে তাবুক যুদ্ধে অংশ গ্রহণ করেছি। তখন আয়লার অধিপতি নবী (ﷺ)- এর জন্য একটি সাদা খচ্চর হাদীয়া দিল আর রাসূলুল্লাহ (ﷺ) তাঁকে চাঁদর দান করলেন এবং এলাকা তারই জন্য লিখে দিলেন।

তাহকীক:
তাহকীক নিষ্প্রয়োজন