আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

৪৬- জিহাদের বিধানাবলী অধ্যায়

হাদীস নং: ২৮৮৬
আন্তর্জতিক নং: ৩১০৫

পরিচ্ছেদঃ ১৯৪৪. নবী (ﷺ)-এর সহধর্মিণীগণের ঘর এবং যে সব ঘর তাঁদের সাথে সম্পর্কিত সে সবের বর্ণনা।

২৮৮৬। আব্দুল্লাহ ইবনে ইউসুফ (রাহঃ) .... আমরা বিনতে আব্দুর রহমান (রাযিঃ) থেকে বর্ণিত যে, নবী (ﷺ)- এর সহধীর্মণী আয়িশা (রাযিঃ) বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ (ﷺ) একদা তাঁর নিকট ছিলেন। তখন আয়িশা (রাযিঃ) আওয়াজ শুনতে পেলেন যে, জনৈক ব্যক্তি হাফসা (রাযিঃ)- এর ঘরে প্রবেশের অনুমতি চাচ্ছেন। আমি বললাম, ইয়া রাসূলাল্লাহ! এ ব্যক্তি আপনার ঘরে প্রবেশের অনুমতি চাচ্ছেন। তখন রাসূলুল্লাহ (ﷺ) বললেন, আমার মনে হয়, সে অমুক, হাফসা (রাযিঃ)- এর দুধ চাচা। (নবীজি ﷺ বললেন) দুধপান তা-ই হারাম করে, যা জন্মগত সম্পর্কের কারণে হারাম হয়।


tahqiq

তাহকীক:

তাহকীক নিষ্প্রয়োজন