আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

৪৬- জিহাদের বিধানাবলী অধ্যায়

হাদীস নং: ২৮৭০
আন্তর্জতিক নং: ৩০৮৮

পরিচ্ছেদঃ ১৯৩৯. সফর থেকে পত্যাবর্তনের পর নামায আদায় করা

২৮৭০। আবু আসিম (রাহঃ) .... কা‘ব (ইবনে মালিক) (রাযিঃ) থেকে বর্ণিত যে, নবী (ﷺ) যখন চাশতের সময় সফর থেকে প্রত্যাবর্তন করতেন, তখন মসজিদে প্রবেশ করে বসার পূর্বে দু’রাকআত নামায আদায় করতেন।


tahqiq

তাহকীক:

তাহকীক নিষ্প্রয়োজন