আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
৪- গোসলের অধ্যায়
হাদীস নং: ২৮২
আন্তর্জতিক নং: ২৮৬
পরিচ্ছেদঃ ১৯৮। জুনুবী ব্যক্তির গোসলের আগে উযু করে ঘরে অবস্থান করা।
২৮২। আবু নুআয়ম (রাহঃ) .... আবু সালামা (রাহঃ) থেকে বর্ণিত, তিনি বলেনঃ আমি আয়িশা (রাযিঃ)-কে জিজ্ঞাসা করলামঃ নবী (ﷺ) কি জানাবাতের অবস্থায় ঘুমাতেন? তিনি বললেনঃ হ্যাঁ, তবে তিনি উযু করে নিতেন।

তাহকীক:
তাহকীক নিষ্প্রয়োজন