আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

৪৬- জিহাদের বিধানাবলী অধ্যায়

হাদীস নং: ২৭৪৯
আন্তর্জতিক নং: ২৯৫৩

পরিচ্ছেদঃ ১৮৪৭. রমযান মাসে সফর করা

২৭৪৯। আলী ইবনে আব্দুল্লাহ (রাহঃ) .... ইবনে আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, নবী (ﷺ) রমযান মাসে সফরে বের হন এবং রোযা পালন করেন। যখন তিনি কাদীদ নামক স্থানে পৌছলেন তখন রোযা ছেড়ে দেন।
সুফিয়ান (রাহঃ) .... ইবনে আব্বাস (রাযিঃ) থেকে অনুরূপ হাদীস বর্ণনা করেছেন। আবু আব্দুল্লাহ (রাহঃ) বলেন, এটা যুহরী (রাহঃ)- এর উক্তি এবং রাসূলুল্লাহ (ﷺ)- এর সর্বশেষ কার্যই গ্রহণযোগ্য।


tahqiq

তাহকীক:

তাহকীক নিষ্প্রয়োজন