আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
৪৬- জিহাদের বিধানাবলী অধ্যায়
হাদীস নং: ২৬৯১
আন্তর্জতিক নং: ২৮৯০
পরিচ্ছেদঃ ১৮১১. যুদ্ধে খেদমতের ফাযীলাত
২৬৯১। সুলাইমান ইবনে দাউদ আবু রাবী (রাহঃ) .... আনাস (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা (কোন এক সফরে) রাসূলুল্লাহ (ﷺ)- এর সঙ্গে ছিলাম। আমাদের মধ্যে সেই ব্যক্তির ছায়াই ছিল সর্বাধিক যে তাঁর চাঁদর দ্বারা ছায়া গ্রহণ করছিল। তাই যারা রোযা পালন করছিল তাঁরা কোন কাজই করতে পারছিল না। যারা রোযা রত ছিল না, তাঁরা উটের তত্ত্বাবধান করছিল, খেদমতের দায়িত্ব পালন করছিল এবং পরিশ্রমের কাজ করছিল। তখন নবী (ﷺ) বললেন, ‘যারা রোযা পালন করেনি তারাই আজ অধিক সাওয়াব হাসিল করল।’

তাহকীক:
তাহকীক নিষ্প্রয়োজন