আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
৪৬- জিহাদের বিধানাবলী অধ্যায়
হাদীস নং:
আন্তর্জাতিক নং: ২৮৪৭
১৭৮২. একজন তথ্য সংগ্রহকারী পাঠানো যায় কি?
২৬৫০। সাদ্কা (রাহঃ) .... জাবির ইবনে আব্দুল্লাহ (রাযিঃ) থেকে বর্ণিত, নবী (ﷺ) লোকদের আহবান জানালেন। সাদ্কা (রাহঃ) বলেন, আমার মনে হয়, এটি খন্দকের যুদ্ধের সময়ের ঘটনা। যুবাইর (রাযিঃ) তাঁর আহবানে সাড়া দিলেন। তিনি আবার লোকদের আহবান করলেন। এবারও যুবাইর (রাযিঃ) সাড়া দিলেন। রাসূলুল্লাহ (ﷺ) পুনরায় লোকদের আহবান করলেন। এবারও কেবল যুবাইর (রাযিঃ) সাড়া দিলেন। তখন নবী (ﷺ) বললেন, ‘প্রত্যেক নবীর জন্য বিশেষ সাহায্যকারী থাকে। আমার বিশেষ সাহায্যকারী যুবাইর ইবনে আওয়াম (রাযিঃ)।’
