আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

৪৫- অছিয়াত সম্পর্কিত অধ্যায়

হাদীস নং: ২৫৮৪
আন্তর্জতিক নং: ২৭৭৩

পরিচ্ছেদঃ ১৭৩৪. অভাবগ্রস্ত, ধনী ও মেহমানদের জন্য ওয়াকফ করা

২৫৮৪। আবু আসিম (রাহঃ) .... ইবনে উমর (রাযিঃ) থেকে বর্ণিত যে, উমর (রাযিঃ) খায়বারে কিছু সম্পদ লাভ করেন এবং নবী (ﷺ) এর কাছে এসে তাঁকে অবহিত করেন। তিনি বললেন, তুমি ইচ্ছা করলে সেটি সাদ্‌কা করতে পার। তারপর সেটি তিনি অভাবগ্রস্ত, মিসকীন, আত্মীয়-স্বজন ও মেহমানদের মধ্যে সাদ্‌কা করে দেন।


tahqiq

তাহকীক:

তাহকীক নিষ্প্রয়োজন