আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
৪- গোসলের অধ্যায়
হাদীস নং:
আন্তর্জাতিক নং: ২৫৬
১৭৭। মাথায় তিনবার পানি ঢালা
২৫৪। আবু নুআয়ম (রাহঃ) .... আবু জা'ফর (রাহঃ) থেকে বর্ণিত, তিনি বলেনঃ আমাকে জাবির (রাযিঃ) বলেছেন, আমার কাছে তোমার চাচাত ভাই অর্থাৎ হাসান ইবনে মুহাম্মাদ ইবনে হানাফিয়্যা এসেছিলেন। তিনি জিজ্ঞাসা করলেন, জানাবাতের গোসল কিভাবে করতে হয়? আমি বললাম, নবী (ﷺ) তিন আঁজলা পানি নিতেন এবং নিজের মাথার উপর ঢেলে দিতেন। তারপর নিজের সারা দেহে পানি পৌঁছিয়ে দিতেন। তখন হাসান আমাকে বললেন, আমার মাথার চুল খুব বেশী। আমি তাঁকে বললাম, নবী (ﷺ) এর চুল তোমার চেয়ে অধিক ছিল।
