আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
৪৪- শর্তাবলীর বিধান সংক্রান্ত অধ্যায়
হাদীস নং: ২৫৪৩
আন্তর্জতিক নং: ২৭২৭
পরিচ্ছেদঃ ১৬৯৭. তালাকের ব্যাপারে শর্তাবলী। ইবনে মুসাইয়িব, হাসান ও আতা (রাহঃ) বলেন, তালাক প্রথমে বলুক বা শেষে বলুক, তা শর্তানুযায়ী প্রযোজ্য
২৫৪৩। মুহাম্মাদ ইবনে আরআরা (রাহঃ) .... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) কাউকে শহরের বাইরে গিয়ে বাণিজ্যিক কাফেলা থেকে মাল খরীদ করতে নিষেধ করেছেন। আর বেদুঈনের পক্ষ হয়ে মুহাজিরদের বিক্রি করতে নিষেধ করেছেন। আর কোন স্ত্রীলোক যেন তার বোনের (অপর স্ত্রীলোকের) তালাকের শর্তারোপ না করে আর কোন লোক যেন তার ভাইয়ের দামের উপর দাম না করে এবং নিষেধ করেছেন দালালী করতে, (মূল্য বৃদ্ধির উদ্দেশ্যে) এবং স্তন্যে দুধ জমা করতে (ধোঁকা দেওয়ার উদ্দেশ্যে)। মুআয ও আব্দুস সামাদ (রাহঃ) শু‘বা (রাহঃ) থেকে হাদীস বর্ণনায় মুহাম্মাদ ইবনে আরআরা (রাহঃ) এর অনুসরণ করেছেন। গুনদার ও আব্দুর রহমান (রাহঃ) نُهِيَ বলেছেন এবং আদম (রাহঃ) বলেছেন,نُهِينَا , আর নযর ও হাজ্জাজ ইবনে মিনহাল বলেছেন, نَهَى

তাহকীক:
তাহকীক নিষ্প্রয়োজন