আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
৪২- সাক্ষ্যপ্রদানের অধ্যায়
হাদীস নং:
আন্তর্জাতিক নং: ২৬৫৮
১৬৫৩. মহিলাদের সাক্ষ্যদান। আল্লাহ তাআলার বাণীঃ যদি দু‘জন পুরুষ না থাকে তবে একজন পুরুষ ও দু’জন স্ত্রীলোক (কে সাক্ষী নিয়োগ কর)। (২:২৮২)
২৪৮২। ইবনে আবু মারয়াম (রাযিঃ) .... আবু সাঈদ খুদরী (রাযিঃ) সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণিত, তিনি বলেন, মহিলাদের সাক্ষ্য কি পুরুষদের সাক্ষ্যের অর্ধেক নয়? তারা (উপস্থিত মহিলারা) বলল, তাতো অবশ্যই অর্ধেক। তিনি বলেন, এটা মহিলার জ্ঞানের ত্রুটির কারণেই।


বর্ণনাকারী: