আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

৪০- মুকাতাব তথা চুক্তিবদ্ধ দাসের অধ্যায়

হাদীস নং: ২৩৯৪
আন্তর্জতিক নং: ২৫৬৪

পরিচ্ছেদঃ আয়িশা (রাযিঃ) বলেন, ধার্যকৃত অর্থের কিছু অংশও বাকী থাকবে। মুকাতাব গোলামরূপেই গণ্য হবে। যায়দ ইবনে সাবিত (রাযিঃ) বলেন, তার যিম্মায় এক দিরহাম অবশিষ্ট থাকলেও। (গোলাম বলে গণ্য হবে।) ইবনে উমর (রাযিঃ) বলেন, যতক্ষণ তার যিম্মায় কিছু অংশও অবশিষ্ট থাকবে মুকাতাব গোলামরূপেই গণ্য হবে; সে বেঁচে থাকুক, বা মারা যাক কিংবা কোন ধরণের অপরাধ করুক।

২৩৯৪। আব্দুল্লাহ ইবনে ইউসুফ (রাহঃ) .... আমরা বিনতে আব্দুর রহমান (রাহঃ) থেকে বর্ণিত যে, বারীরা (রাযিঃ) একবার উম্মুল মু’মিনীন আয়িশা (রাযিঃ) এর কাছে সাহায্য চাইতে আসলেন। তখন তিনি বললেন, তোমার মালিক পক্ষ চাইলে আমি তাদের এক সাথেই তোমার মূল্য দিয়ে দিব এবং তোমাকে আযাদ করে দিব। বারীরা (রাযিঃ) মালিক পক্ষকে তা বললেন, কিন্তু জবাবে তারা বলল, তোমার ওয়ালা আমাদের থাকবে; এছাড়া আমরা সম্মত নই। (রাবী) মালিক (রাহঃ) বলেন, ইয়াহইয়া (রাহঃ) বলেন, আমরা (রাহঃ) ধারণা করেন যে, আয়িশা (রাযিঃ) রাসূলুল্লাহ (ﷺ) এর কাছে তা উত্থাপন করেছিলেন, তখন রাসূলুল্লাহ (ﷺ) বলেছিলেন, তুমি তাকে খরিদ করে আযাদ করে দাও। কেননা, ওয়ালা তারই হবে, যে আযাদ করে।


tahqiq

তাহকীক:

তাহকীক নিষ্প্রয়োজন

সহীহ বুখারী - হাদীস নং ২৩৯৪ | মুসলিম বাংলা