আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

৩৯- দাসমুক্তির অধ্যায়

হাদীস নং: ২৩৬০
আন্তর্জতিক নং: ২৫২৬

পরিচ্ছেদঃ ১৫৮৬. কেউ গোলামের নিজের অংশ আযাদ করে দিলে এবং তার প্রয়োজনীয় অর্থ না থাকলে চুক্তিবদ্ধ গোলামের মত তাকে অতিরিক্ত কষ্ট না দিয়ে উপার্জন করতে বলা হবে।

২৩৬০। আহমদ ইবনে আবু রাজা (রাহঃ) ও মুসাদ্দদ (রাহঃ) .... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত, নবী (ﷺ) ইরশাদ করেছেন, কেউ শরীকী গোলাম থেকে নিজের ভাগ বা অংশ (রাবীর দ্বিধা) আযাদ করে দিলে নিজ অর্থ ব্যয়ে সেই গোলামকে রেহাই করা তার উপর কর্তব্য, যদি তার কাছে প্রয়োজনীয় অর্থ থাকে। অন্যথায় তার নায্যমূল্য নির্ধারণ করা হবে এবং তাকে অতিরিক্ত কষ্ট না দিয়ে উপার্জন করতে বলা হবে।
হাজ্জাজ ইবনে হাজ্জাজ, আবান ও মুসা ইবনে খালাফ (রাহঃ) কাতাদা (রাহঃ) থেকে হাদীস সাঈদ ইবনে আবু আরুবা (রাহঃ) এর অনুসরণ করেছেন। হাদীসটি শু’বা (রাহঃ) সংক্ষিপ্তভাবে বর্ণনা করেছেন।


tahqiq

তাহকীক:

তাহকীক নিষ্প্রয়োজন