আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
৩৬- যুলুম - নির্যাতন ও কিসাসের অধ্যায়
হাদীস নং: ২৩০৯
আন্তর্জতিক নং: ২৪৭১
পরিচ্ছেদঃ ১৫৫১. লোকজনের ময়লা-আবর্জনা ফেলার স্থানে দাঁড়ানো ও পেশাব করা
২৩০৯। সুলাইমান ইবনে হারব (রাহঃ) .... হুযাইফা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ)- কে দেখেছি। (রাবী বলেন) অথবা তিন বলেছেন, নবী (ﷺ) এলেন লোকদের ময়লা-আবর্জনা ফেলার স্থানে এরপর তিনি দাঁড়িয়ে পেশাব করলেন। (বিশেষ কারণে)।

তাহকীক:
তাহকীক নিষ্প্রয়োজন