আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
৩৫- কুড়িয়ে পাওয়া বস্তুর অধ্যায়
হাদীস নং: ২২৭৫
আন্তর্জতিক নং: ২৪৩৭
পরিচ্ছেদঃ ১৫২১. পড়ে থাকা বস্তু যাতে নষ্ট না হয় এবং কোন অনুপযুক্ত ব্যক্তি যাতে তুলে না নেয় সে জন্য তা তুলে নিবে কি?
২২৭৫। আবদান (রাহঃ) .... সালামা (রাহঃ) থেকে উপরোক্ত হাদীসটি বর্ণনা করে বলেছেন যে, সুওয়াইদ ইবনে গাফালা- (রাহঃ) বলেন যে, আমি উবাই ইবনে কা‘ব (রাযিঃ) এর সঙ্গে মক্কায় সাক্ষাত করলাম। তখন তিনি (এ হাদীস সম্পর্কে) বললেন, আমার স্মরণ নেই যে, নবী (ﷺ) তিন বছর যাবত না এক বছর যাবত ঘোষণা দিতে বলেছেন।

তাহকীক:
তাহকীক নিষ্প্রয়োজন