আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

৩৩- ঋন গ্রহন,পরিশোধ,নিষেধাজ্ঞা আরোপ ও দেউলিয়া/নিঃস্ব হয়ে যাওয়া সংক্রান্ত অধ্যায়

হাদীস নং: ২২৪৩
আন্তর্জতিক নং: ২৪০১

পরিচ্ছেদঃ ১৪৯৫. হকদারের বলার অধিকার রয়েছে। নবী (ﷺ) থেকে বর্ণিত, তিনি বলেছেন, মালদান ব্যক্তির ঋণ পরিশোধে টালবাহানা তার মানহানী ও শাস্তি বৈধ করে দেয়। সুফিয়ান (রাহঃ) বলেন, তার মানহানী অর্থ- প্রাপকের একথা বলা যে, তুমি আমার সঙ্গে টালবাহানা করছ আর তার শাস্তির অর্থ হচ্ছে বন্দী করা।

২২৪৩। মুসাদ্দাদ (রাহঃ) ....আবু হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেনঃ নবী (ﷺ) এর কাছে এক লোক (ঋণ পরিশোধের) তাগাদা দিতে আসল এবং কড়া কথা বলল। সাহবীগণ তাকে শায়েস্তা করতে উদ্যত হলে নবী (ﷺ) বললেন, তাকে ছেড়ে দাও। হকদারের (কড়া) কথা বলার অধিকার রয়েছে।


tahqiq

তাহকীক:

তাহকীক নিষ্প্রয়োজন