আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
৩১- চাষাবাদ ও বর্গাচাষের অধ্যায়
হাদীস নং: ২১৯২
আন্তর্জতিক নং: ২৩৪৫
পরিচ্ছেদঃ ১৪৬২. নবী (ﷺ)-এর সাহাবীগণ (রা.) কৃষিকাজ ও ফল-ফসল উৎপাদনে একে অপরকে সহযোগিতা করতেন।
২১৯২। ইয়াহয়া ইবনে বুকাইর (রাহঃ) ....সালিম (রাহঃ) থেকে বর্ণিত যে, আব্দুল্লাহ ইবনে উমর (রাযিঃ) বলেছেন, আমি জানতাম যে, রাসূলুল্লাহ (ﷺ) এর যামানায় ক্ষেত বর্গাচাষ করতে দেয়া হত। তারপর আব্দুল্লাহ (রাযিঃ)-এর ভয় হলো, হয়ত নবী (ﷺ) এ সম্পর্কে এমন কিছু নতুন নির্দেশ দিয়েছেন, যা তাঁর জানা নেই। তাই তিনি ভাগে জমি ইজারা দেওয়া ছেড়ে দিলেন।

তাহকীক:
তাহকীক নিষ্প্রয়োজন