আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
৩১- চাষাবাদ ও বর্গাচাষের অধ্যায়
হাদীস নং: ২১৭৮
আন্তর্জতিক নং: ২৩২৯
পরিচ্ছেদঃ ১৪৫৩. বর্গাচাষে যদি বছর নির্দিষ্ট না করে
২১৭৮। মুসাদ্দাদ (রাহঃ) ....ইবনে উমর (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, নবী (ﷺ) উৎপাদিত ফল কিংবা ফসলের অর্ধেক শর্তে খায়বরের জমি বর্গা দিয়েছিলেন।

তাহকীক:
তাহকীক নিষ্প্রয়োজন