আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
৩- উযূর অধ্যায়
হাদীস নং:
১৪৯ দুধ পান করলে কি কুলি করতে হবে?
২১১। ইয়াহয়া ইবনে বুকায়র ও কুতায়বা (রাহঃ) .... ইবনে আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত, একবার রাসূলুল্লাহ (ﷺ) দুধ পান করলেন। তারপর কুলি করলেন এবং বললেনঃ এতে তৈলাক্ত পদার্থ রয়েছে (এজন্য কুলি করা ভাল)।
ইউনুস ও সালিহ ইবনে কায়সান (রাহঃ) যুহরী (রাহঃ) থেকে অনুরূপ বর্ণনা করেছেন।
ইউনুস ও সালিহ ইবনে কায়সান (রাহঃ) যুহরী (রাহঃ) থেকে অনুরূপ বর্ণনা করেছেন।
