আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

২৭- সলম তথা অগ্রিম বেচাকেনার অধ্যায়

হাদীস নং: ২০৯৯
আন্তর্জতিক নং: ২২৪০

পরিচ্ছেদঃ ১৩৯০. নির্দিষ্ট ওযনে সলম করা

২০৯৯. সাদাকা (রাহঃ) ......... ইবনে আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) যখন মদীনায় আসেন, তখন মদীনাবাসী ফলে দু’ ও তিন বছরের মেয়াদে সলম করত। রাসূলুল্লাহ (ﷺ) বললেন, কোন ব্যক্তি সলম করলে সে যেন নির্দিষ্ট মাপে, নির্দিষ্ট ওযনে এবং নির্দিষ্ট মেয়াদে সলম করে।


tahqiq

তাহকীক:

তাহকীক নিষ্প্রয়োজন

সহীহ বুখারী - হাদীস নং ২০৯৯ | মুসলিম বাংলা