আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
২৬- ক্রয় - বিক্রয়ের অধ্যায়
হাদীস নং: ২০৫৬
আন্তর্জতিক নং: ২১৯৫
পরিচ্ছেদঃ ১৩৬১. ফলের উপযোগিতা প্রকাশ পাওয়ার পূর্বে তা বিক্রয় করা। লাইস (রাহঃ) ... যায়দ ইবনে সাবিত (রাযিঃ) থেকে বর্ণিত, রাসূলূল্লাহ্ (ﷺ) এর সময়ে লোকেরা (গাছের) ফলের বেচা-কেনা করত। আবার যখন লোকদের ফল পাড়ার এবং তাদের মূল্য দেওয়ার সময় হত, তখন ক্রেতা ফলে পোকা ধরেছে, নষ্ট হয়ে গিয়েছে, শুকিয়ে গিয়েছে এসব অনিষ্টকারী আপদের কথা উল্লেখ করে ঝগড়া করত। তখন এ ব্যাপারে রাসূলূল্লাহ্ (ﷺ) এর নিকটে অনেক অভিযোগ পেশ হতে লাগল, তখন তিনি বললেন, তোমরা যদি এ ধরনের বেচা-কেনা বাদ দিতে না চাও, তবে ফলের উপযোগিতা প্রকাশ পাওয়ার পর তার বেচা-কেনা করবে। অনেক অভিযোগ উত্থাপিত হওয়ার কারণে তিনি এ কথাটি পরামর্শ স্বরূপ বলেছেন। রাবী বলেন, খারিজা ইবনে যায়দ (রাহঃ) আমাকে বলেছেন যে,যায়দ ইবনে ছাবিত (রাযিঃ) সূরাইয়্যা তারকা উদিত হওয়ার পর ফলের হলুদ ও লাল রংয়ের পূর্ণ প্রকাশ না হ্ওয়া পর্যন্ত তাঁর বাগানের ফল বিক্রি করতেন না। আবু আব্দুল্লাহ [ইমাম বুখারী (রাহঃ)] বলেন, আলী ইবনে বাহর (রঃ) ... যায়দ (রাযিঃ) থেকে এ হাদীস বর্ণনা করেছেন।
২০৫৬. ইবনে মুকাতিল (রাহঃ) ......... আনাস ইবনে মালিক (রাযিঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ (ﷺ) খেজুর ফল পোখতা হওয়ার আগে বিক্রি করতে নিষেধ করেছেন। আবু আব্দুল্লাহ [ইমাম বুখারী (রাহঃ)] বলেন অর্থাৎ লালচে হওয়ার আগে।

তাহকীক:
তাহকীক নিষ্প্রয়োজন